নড়াইলে স্কুল ব্যাগে মিলল ৭.০৫ কেজি গাঁজা আটক ২

নড়াইল প্রতিনিধি
নড়াইলে গাঁজাসহ দুই মাদক কারবারিকে ৭.০৫ কেজি গাঁজাসহ আটক করেছে নড়াইল
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। শুক্রবার (২০) জানুয়ারি নড়াইল
পৌরসভার হাতিরবাগান বাসস্টান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। গোয়েন্দা
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম আটকের বিষয়টি
নিশ্চিত করেছেন।
আটকরা হলেন কুমিল্লাা জেলা সদর দক্ষিণ রাজেসপুর গ্রামের মৃত আবুল মিয়ার
ছেলে মো.শাহজালাল (২৪) এবং যশোর জেলার কোতয়ালী থানার সিটি কলেজপাড়া
এলাকার রাজ শিকদারের ছেলে রাব্বি শিকদার (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলী
হোসেন ও ফোর্স নড়াইল পৌরসভার হাতিরবাগান বাসস্ট্যান্ড এলাকায় অভিযান
চালিয়ে দুইজনকে আটক করে। এসময় তাদের কাছে থাকা একটি কালো রঙের স্কুল
ব্যাগ থেকে সাত কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আসামি শাহজালাল কুমিল্লা থেকে স্কুল ব্যাগে উদ্ধারকৃত গাঁজা নড়াইলে
রাব্বির কাছে বিক্রির উদ্দেশ্যে এসেছিল বলে জানায় পুলিশ।
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল
ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে
মামলা করা হয়েছে।