প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৩:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৫, ১০:৪৫ এ.এম
নড়াইলে সরকারি রাস্তায় ১০৯টি গাছ কেটে নিলো প্রশিকা ও স্থানীয় সংগঠন

নড়াইল প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার শাহাবাদ এলাকায় সরকারি খাস জমি থেকে নিয়ম না মেনে কাটা হয়েছে ১০৯টি গাছ। মঙ্গলবার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে এসব গাছ জব্দ করেন সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ অধিকারী। গাছগুলো বর্তমানে উপজেলা ভূমি অফিসে রয়েছে।
সূত্র জানায়, ২০০৯ সালে শাহাবাদ বাজার থেকে হাজির বটতলা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার পাশে এনজিও প্রশিকা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের যৌথ চুক্তিতে রোপণ করা হয়েছিল মেহগনি ও আমগাছ। চুক্তি অনুযায়ী, ২০২৯ সালে বিক্রির কথা থাকলেও সম্প্রতি গাছগুলো কেটে ফেলা হয়।
প্রশিকার দাবি, ইউএনও বরাবর আবেদন করা হলেও কোনো অনুমতি না দিয়েই স্থানীয় প্রভাতী যুব সংঘ গাছ কেটে বিক্রি শুরু করে। স্থানীয়রা জানান, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য ইব্রাহিম শেখ নেতৃত্বে এই কাজ হয়, আর জানতেন চেয়ারম্যান জিয়াউর রহমানও।
তবে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান বলেন, তিনি শুধু আবেদন সুপারিশ করেছেন, কাটা-বিক্রির দায় প্রশিকা ও তাদের সংগঠনের।
অন্যদিকে এসি (ভূমি) বলেন, এই জমি ২০১৫ সালে খাস জমি হয়েছে, তাই অনুমতি ছাড়া গাছ কাটা বেআইনি। অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.