নড়াইল প্রতিনিধি
নড়াইলে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস্-২০২৩ এর বিভাগীয় পর্যায়ে আন্তঃ জেলা ভলিবল প্রতিযোগীতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রিড়া সংস্থার ব্যাবস্থাপনায় নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলঅ প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
উদ্বোধনী খেলায় তরুন গ্রুপে যশোর জেলা দল ২-১ সেটে মাগুরা জেলা দলকে এবং তরুনী গ্রুপে-সাতক্ষিরা জেলা দল ২-১ সেটে মাগুরা জেলা দলকে পরাজিত করে।
বাংলাদেশ অলিম্পিক ফেডারেশনের যুগ্ম -মহাসচিব ও জেলা ক্রিড়া সংস্থার সাধারন সম্পাদক আশিকুর রহমান মিকুর সভাপতিত্বে জেলা ক্রিড়া কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাস, কোষাধক্ষ আব্দুর রশীদ মন্নু,জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা মোঃ রেজাউল বিশ্বাস, জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা তরিকুল ইসলাম শান্ত,সরকারি কর্মকর্তা, জেলা ক্রিড়া সংস্থার কর্মকর্তা, খেলোয়ারগনসহ সংশ্লিষ্ট বিভাগ ও কমিটির কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।
এ প্রতিযোগীতায় স্বাগতিক নড়াইল জেলা দলসহ যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষিরা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলা দলের ১৩টি দল অংশ অংশগ্রহন করছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.