নড়াইল প্রতিনিধি::
নড়াইল শুরু হয়েছে ৪ দিনব্যাপি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্মারক নাট্য উৎসব। নড়াইল ড্রামা সার্কেলের আয়োজনে মঙ্গলবার থেকে নড়াইল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ নাট্য উৎসব বাংলাদেশ এবং ভারতের ৮টি নাট্য সংগঠন নাটক পরিবেশন করছে। নাট্য সংগঠনগুলি হলো ড্রামা সার্কেল নড়াইল, প্রতিধনি শিল্পী গোষ্ঠী নড়াইল, শিশু কানন নাট্যদল নড়াইল, চিত্রা থিয়েটার নড়াইল, যুগান্তর নাট্য সংসদ নড়াইল, আহিরি নাট্য সংস্থা কলকাতা ভারত, বিয়মমনি থিয়েটার খুলনা এবং গোপালগঞ্জ থিয়েটার গোপালগঞ্জ। মঙ্গলবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডমী মিলনায়তনে এ নাট্য উৎসবের উদ্বোধন করেন সম্মিলিত সংস্কৃতিক জোট নড়াইলের সভাপতি মলয় কুন্ড। ড্রামা সার্কেলেের সভাপতি শেখজাদী নাঈমা জবারী বনানীর সভাপতিত্বে বক্তব্য দেন নড়াইল প্রতিধনি শিল্পী গাষ্ঠীর সভাপতি মাহবুব-ই-রসুল অরুন, এস.এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডশনের সভাপতি শেখ হানিফ, নড়াইল শিশু কানন নাট্যদলের পরিচালক মুন্সী আসাদুর রহমান, ড্রামা সার্কেলের সাধারাণ সম্পাদক দেবা দাস প্রমুখ। প্রতিদিন সন্ধ্যায় দু’টি নাট্য সংগঠন নাটক পরিবেশন করছে। এ উৎসব আগামি শুক্রবার ( ১ মার্চ) সমাপ্ত হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.