নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয় ও শাহবাজপুর এতিমখানা চত্বরে এতিম ও অসহায় শীতার্তদের মাঝে ২ হাজার ৫ শত কম্বল বিতরণ করেন বাংলাদেশ পুলিশের সিআইডি বিভাগের ডিআইজি শেখ নাজমুল আলম বিপিএম(বার)পিপিএম(বার)।
সিটি ব্যাংক ও রংধনু গ্রুপের সৌজন্যে বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগি ও সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এলাকার এতিম ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন ডিআইজি নাজমুল আলম ।
এ সময় উপস্থিত ছিলেন, নড়াইল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সুলতান আহমেদ বিপ্লব,মরিচপাশা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমীর হোসেন, জয়পুর ইউনিয়নের মেম্বর বিল্লাল হোসেন,কাশিপুর ইউপি সদস্য শহিদুল ইসলাম প্রমুখ। তিনি শাহবাজপুর এতিমখানায় কম্বল বিতরণ শেষে পবিত্র রমজান মাসে এতিমদের জন্য একটন চাউল ও একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.