নড়াইলে শিশু,মহিলাসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গাপূজা

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
শারদীয় দুর্গোৎসব উদযাপন পরিদর্শন করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন। তিনি শনিবার মহাসপ্তমীতে লোহাগড়া থানার পৌরসভা, দিঘলিয়া, মল্লিকপুর এবং জয়পুর ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ গিয়ে পূজা উদযাপন কমিটির সভাপতি-সেক্রেটারি, মহিলা, শিশুসহ সর্বস্তরের মানুষের সাথে কথা বলেন। সবাই নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত পুলিশ ও আনসার সদস্যদের প্রতি সন্তোষ প্রকাশ করেন। প্রতিমা বিসর্জন পর্যন্ত পুলিশ ও আনসার সদস্যরা তাদের সার্বিক নিরাপত্তা ডিউটিতে থাকবে বলে পুলিশ সুপার তাদের আশ্বস্থ করেন। এসময় পুলিশ সুপার মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ দোলন মিয়া (সদর সার্কেল) মীর শরিফুল হক, ডিআইও ১ মোঃ ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; নাসির উদ্দিন, অফিসার ইনচার্জ, লোহাগড়া থানাসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।