Type to search

নড়াইলে লিচু গাছ থেকে পড়ে নারীর মৃত্যু

অপরাধ

নড়াইলে লিচু গাছ থেকে পড়ে নারীর মৃত্যু

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলে লিচু গাছ থেকে পড়ে দরিদ্র নারী ফল বিক্রেতার মৃত্যু হয়েছে।

শনিবার (১১ মে) দুপুরে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে প্রাণ হারান তিনি।
নড়াইল পৌর এলাকার বেতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, স্বামীহারা রেবেকা একমাত্র সন্তানকে নিয়ে শহরের কুড়িগ্রাম এলাকায় ভাড়া থাকতেন। মানুষের গাছ থেকে লিচু, সফেদা, বেল, পেয়ারাসহ নানান মৌসুমী ফল কিনে এবং নিজে পেড়ে নিয়ে শহরের জনাকীর্ণ বিভিন্ন মোড়, ফুটপাত ও বাজারে বিক্রি করে জীবন চলতো মা-ছেলের।
শনিবার দুপুরে নড়াইল পৌর এলাকার বেতবাড়িয়া এলাকায় রসুল মিয়ার গাছ থেকে লিচু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান তিনি। কিন্তু নির্জন বাগানের মধ্যে কেউ জানতে না পারায় তাকে উদ্ধারে কেউ এগিয়ে না আসায় – সেখানে অন্তত এক ঘণ্টা পর্যন্ত পড়ে থাকতে হয় রেবেকাকে।

পরে একটি শিশু ঘুরতে ঘুরতে সেখানে গিয়ে রেবেকাকে এভাবে পড়ে থাকতে দেখে বাড়ি ফিরে জানায়। তখন আশপাশের মানুষ তাকে উদ্ধার করলেও তারা তীব্র বৃষ্টির কারণে চিকিৎসা দিতে হাসপাতাল নিতে ব্যর্থ হয়। পরে দুপুরের পর বৃষ্টি থামলে হাসপাতালে নেওয়া হলে কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।