Type to search

নড়াইলে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নড়াইল

নড়াইলে যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগাড়ায় যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৬ জুলাই) বিকালে লোহাগড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী যুব মহিলা লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে – বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষরোপণ, কেক কাটা ও আলোচনা সভা।

জেলা যুব মহিলা লীগের উদ্যোগে ( ৬ জুলাই) শনিবার বিকাল সাড়ে ৪ টায় লোহাগাড়া সরকারি আদর্শ মহাবিদ্যালয়ে কেক কাটেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল এমপি, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন,জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা।
এর আগে জেলার বঙ্গবন্ধু চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন -কনিকা সিমলা ইতি লিমা সীমাসহ জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন – যুব মহিলা লীগের জেলা কমিটির নেতা-কর্মীরা।