নড়াইল প্রতিনিধি নড়াইলে বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবিরের ওপর হামলার অভিযোগ উঠেছে। নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের খড়লিয়া গ্রামে এ ঘঠনা ঘটে । আহত বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জানা গেছে,(৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে তার নিজ বাড়িতে এ হামলা চালায় একই গ্রামের ইউনিয়ন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক শেরিন মোল্যা,তারভাই জেরিন মোল্যাসহ আরও অনেকে তাকে ঘর থেকে বের করে এনে বেধড়ক মারপিট করে। তার স্ত্রী রোজিনা বেগম ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। আহত বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর বলেন, ‘তোদের দিন শেষ’ এই বলে হামলাকারীরা হামলা চালায় । আমি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করি। বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রোজিনা বেগম বলেন, আমি আমার স্বামীর ওপর হামলার যথাযথ বিচার চাই। এ বিষয়ে জানতে অভিযুক্ত শেরিন মোল্যার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.