নড়াইল প্রতিনিধি নড়াইল শহরের মহিষখোলা এলাকায় জাতীয় সংসদের হুইপ মাশরাফী বিন মর্তুজা বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। এর আগে মাশরাফীর বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়। একই সময়ে আলাদাতপুর এলাকায় জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান সুবাস বোস,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামুদ্দিন খান নিলুর বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা। সোমবার (৫ আগস্ট) বিকেলে দফায় দফায় এসব হামলা ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এ ছাড়া পুরাতন বাস টার্মিনালে জেলা আ.লীগের কার্যালয়ে আগুন দেয়া হয়। এ বিষয়ে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন,কে বা কারা আগুন দিচ্ছে ভাঙচুর করছে লুটপাট করছে আমাদের জানা নেই। আমরা আমাদের নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশ দিয়েছি। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ মেহেদী হাসান বলেন, আমরা জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.