নড়াইল প্রতিনিধি
নড়াইল-২ আসনের মাননীয় জাতীয় সাংসদের হুইপ মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে সদর উপজেলা পরিষদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ।
১৮ মে (শনিবার) নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান (ঘোড়া) প্রতীক অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
এছাড়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার সচিব, জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাচন অফিসার এবং নড়াইল সদর থানার ওসির কাছে অভিযোগটির অনুলিপি দিয়েছেন তিনি।
অভিযোগে উল্লেখ করা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন ও বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ সরকারের কোনো মন্ত্রী, হুইপ বা এমপি মহোদয় তার নির্বাচনি এলাকার কোনো উপজেলায় কোনো প্রার্থীর পক্ষে প্রচার চালাতে পারবেন না। কিন্তু মাশরাফি বিন মোর্তজা নড়াইল সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আজিজুর রহমান ভূঁইয়ার (আনারস মার্কা) পক্ষে প্রকাশ্যে প্রচার চালাচ্ছেন। যা উপজেলা পরিষদের নির্বাচনী আচারণবিধির প্রকাশ্য লংঘনের শামিল।
অভিযোগের বিষয়ে জানতে সংসদ সদস্য মাশরাফি বিন মোর্তজার পার্সোনাল নাম্বারে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে মাশরাফি বিন মুর্তজার পার্সোনাল সেক্রেটারি (পিএস) জামিল আহমেদ সানি বলেন,এমপি মহোদয় রিটার্নিং অফিসার শাশ্বতী শীল এর কাছে জানতে চেয়েছেন যে আমার বিরুদ্ধে যে লিখিত অভিযোগ করেছেন প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান। তার কাছে কি প্রমাণ আছে।প্রমাণ করতে না পারলে পরবর্তীতে ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে নড়াইল সদর উপজেলা ও লোহাগাড়া উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শ্বাশতী শীল বলেন, অভিযোগটি পেয়েছি, তবে অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ অভিযোগকারী দেননি। তাকে প্রমাণ দিতে বলা হয়েছে। প্রমাণ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.