নড়াইল প্রতিনিধিঃ
মানব পাচারকারী দলের দুই সদস্যকে আটক করেছে নড়াইলের গোয়েন্দা পুলিশ। বুধবার (২৯ মে) বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে এ তথ্য জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন পুলিশ সুপার মোহাম্মাদ মেহেদী হাসান। পাচারকারী চক্রের এই দুই সদস্য হলেন মোঃ তরিকুল ইসলাম (৩৫) ও কুবাদ আলি (৪২)। আটকের সময় তাদের কাজে ব্যবহৃত ৮ টি মোবাইল ফোন ও ৪শতটি মোবাইল সিম জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপর জানান, নড়াইলের লোহাগড়া থানাধীন নওয়পাড়া গ্রামের মোঃ আরিফুজ্জামানের বড় ভাই আল আমিন শেখ দুই বছর পূর্বে লিবিয়ায় গমন করে। এ বছর মার্চ মাসে তার ভাই মোবাইল ফোনের মাধ্যমে জানায় তাকে অজ্ঞাত ৪/৫ লোক একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করছে। অজ্ঞাতনামা এক ব্যাক্তি মোবাইল ফোনে জানায় তার ভাইকে বাচাতে হলে বিকাশের মাধ্যমে ১০ লক্ষ টাকা দিতে হবে। টাকা না দিলে তারা তার ভাইকে মেরে ফেলবে। এ কারনে আরিফুজ্জামান তিন দফায় বিকাশের মাধ্যমে ১০ লক্ষ টাকা প্রদান করে। উক্ত ঘটনার প্রেক্ষিতে আরিফুজ্জামান লোহগড়া থানায় একটি মানব পাচারের মামলা করেন। উক্ত মামলায় গত ২৮ মে রাতে কুষ্টিয়া জেলার দহোকুরা গ্রাম থেকে মোঃ তরিকুল ইসলাম ও কুবাদ আলি নামে দুই ব্যইক্তকে আটক করে পুলিশ এবং তাদের কাছ থেকে অনিবন্ধিত ৪শত মোবাইল সিম ও ৮টি মোবাইল ফোন জব্দ করে। পুলিশ সুপার আরো জানান, এদের মাধ্যমে বাংলাদেশ থেকে টাকা আদায় করে এই চক্রের অন্যান্য সদস্যদের কে ভাগ দিত। এ চক্রের বাকী সদস্যদের আটকের চেষ্টা চলছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.