অপরাজেয়বাংলা ডেক্স : নড়াইলের কালিয়া উপজেলায় সালেহা বেগম (৭৫) নামের এক বৃদ্ধাকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ মে) গভীর রাতে উপজেলার পেড়লি ইউনিয়নের জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালেহা বেগম জামরিলডাঙ্গা গ্রামের নুর মোহাম্মদ খন্দকারের স্ত্রী।
জানা গেছে, বৃদ্ধা সালেহা বেগম প্রতিদিনের মতো শুক্রবারও রাতের খাবার খেয়ে বারান্দায় ঘুমিয়ে পড়েন। গভীর রাতে দুর্বৃত্তরা ঘুমন্ত অবস্থায় তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপালে প্রেরণ করা হয়েছে।’
পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেন, ‘আমরা ঘটনাস্থলে রয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। যে বা যারা এ ধরনের ঘৃণিত কাজ করেছে, তাদের ছাড় দেয়া হবে না।সূত্র,জাগোনিউজ২৪.কম
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.