প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৭:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৩, ২০২২, ৭:০৮ এ.এম
নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে শাহিন স্মৃতি ফুটবল লীগের উদ্বোধন

নড়াইল প্রতিনিধি:: অনূর্ধ্ব ১৪ বছরের কিশোরদের নিয়ে নড়াইলে শুরু হয়েছে শাহিন স্মৃতি কিশোর ফুটবল লীগ। প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নিয়েছে।
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফুটবল উপ-পরিষদের সভাপতি মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার মো. কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সম্পাদক কৃষ্ণপদ দাস, যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম শান্ত, ফুটবল উপ-পরিষদের সম্পাদক মো. রেজাউল বিশ্বাস প্রমুখ।
অনূর্ধ্ব ১৪ বছরের কিশোরদের নিয়ে এ ফুটবল লীগে উদ্বোধনী খেলায় বি বি এস খেলোয়াড় কল্যাণ সমিতি ও সিটি ক্লাব তুলারামপুর ১-১ গোলে ড্র করে। খেলা পরিচালনা করেন শাহরিয়ার পারভেজ উজ্জল, আজিজুল ইসলাম, হাফিজুর রহমান সাগর ও বিজয় কুমার ঘোষ। প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপে এবং প্রতিটি গ্রুপে তিনটি দল নিয়ে মোট ১২টি দল অংশ নিয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি শাহিন স্মৃতি কিশোর ফুটবল লীগ-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.