নড়াইল প্রতিনিধি
নড়াইলে বিশ্ব আদিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার (৯ অঅগস্ট) বিকেলে নড়াইল
রাইফেল ক্লাবে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ফেডারেশন,নড়াইল জেলা শাখার আয়োজনে
ফেডারেশনের সভাপতি সন্তু বৈরাগীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য
দেন নড়াইল সরকারী ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর রবিউল ইসলাম।
এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া
ইসলাম, প্রফেসর শাহানা বেগম, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীমূল
ইসলাম টুলু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন,
ক্ষুদ্র-নৃগোষ্ঠী ফেডারেশন জেলা শাখার সাধারণ সম্পাদক টিপু বিশ^াস,
নাট্যকর্মী জাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা সরকারের কাছে আদিবাসীদের স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, বাসস্থান,
মানবাধিকার, সামাজিক-অর্থনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের কথা বলেন।
না হলে ২০২৩ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নেওয়া যাবে না।
এর পাশাপাশি ভূমিসহ বিভিন্ন অধিকার প্রতিষ্ঠায় আদিবাসী তরুণদের সোচ্চার
হতে এবং আদিবাসীদের জাগ্রত করতে ও সচেতন করার আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.