নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালিত । জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পালিত। সোমবার (১৫ আগস্ট) সকালে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, পুরাতন বাস টার্মিনাল গোল চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করা হয়।
পুরাতন বাস টার্মিনাল গোল চত্বর থেকে শোক র্যালী বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তববক অর্পণ, পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার), জেলা আ,লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফকরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবায়ের হোসেন চৌধূরী, সদর উপজেলা আ,লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারন সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।