মিঠুন দত্ত : নড়াইলের বিছালী গ্রমে ঘরামি ঘর ও অগ্নিবীণা সংগঠনের আয়োজনে বুধবার সকাল থেকে রাত পর্যন্ত নানা আয়োজনে কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতা রচনার শতবর্ষ উদযাপিত হয়েছে। একই সময়ে ঘরামি ঘর সংগঠনের অফিস ও উদ্বোধন করা হয়। ঘরামি ঘর উদ্বোধন করেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান। ঘরামি ঘর ও অগ্নিবীণা সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম সিরাজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অগ্নিবীনা সংসদের খুলনা বিভাগীয় সাধারণ সম্পাদক কবি হুসাইন বিল্লাহ, ঢাকার বাঁশরি সংগঠনের প্রতিনিধি ইমদাদ হোসেন, স্থানীয় বিছালী ইউনিয়ন আ.লীগের সভাপতি অধ্যাক্ষ আকতার হোসেন কিংকু, বিছালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু বক্কর মোল্যা, কবি লিয়াকোত হোসন, লোহাগাড়া সাহিত্য পরিষদের সভাপতি কবি খায়রুল আলম প্রমুখ। ঘরামি ঘর উদ্বোধনী অনুষ্টানের পর নজরুল ও বঙ্গবন্ধু শীর্ষক আলোচনা, কবিতা পাঠ ও আবৃতি,দু:স্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ বিনামূল্যে চিকিৎসা সেবাকেন্দ্র উদ্বোধন,মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাতে জারিগান পরিবেশিত হয়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.