Type to search

নড়াইলে বাস্তবায়নাধীন’ নদী পুনঃখনন/ড্রেজিং এর মাধ্যমে পুনরুজ্জীবন ও পরিবেশগত ভারসাম্য রক্ষা সম্পর্কিত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত 

অন্যান্য

নড়াইলে বাস্তবায়নাধীন’ নদী পুনঃখনন/ড্রেজিং এর মাধ্যমে পুনরুজ্জীবন ও পরিবেশগত ভারসাম্য রক্ষা সম্পর্কিত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত 

নড়াইল প্রতিনিধি
পানি উন্নয়ন বোর্ড, নড়াইল কর্তৃক বাস্তবায়নাধীন ‘মধুমতি-নবগঙ্গা উপ-প্রকর পুনর্বাসন ও নবগঙ্গা নদী পুনঃখনন/ড্রেজিং এর মাধ্যমে পুনরুজ্জীবন ও পরিবেশগত ভারসাম্য রক্ষা প্রকল্প (১ম সংশোধিত)” শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন সম্পর্কিত অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
১২ জুন বুধবার  পানি উন্নয়ন বোর্ড নড়াইলের আয়োজনে বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অবৈধকরণ কর্মশালা  অনুষ্ঠিত হয়।
 কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর । এ সময় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ-পশ্চিমাঞ্চল, বাপাউবো, (খুলনা) অতিরিক্ত প্রধান প্রকৌশলী, বিদ্যুৎ কুমার সাহা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী, যশোর পওর সার্কেল, বাপাউবো,(খুলনা) মোঃ মিজানুর রহমান ,নড়াইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী  প্রকৌশলী উজ্জল কুমার সেন,অতিরিক্ত জেলা প্রশাসক শ্মাশতী শীল,নড়াইল  প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আলমগীর সিদ্দিকী প্রমুখ।
মূল প্রবন্ধ উপস্থাপনা করেন নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন।
কর্মশালায় নড়াইলের নবঘগঙ্গা মধুমতি  নদী খননের বিষয়ে পরিবেশের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়।