নড়াইলে প্রতিনিধি
নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের বহু প্রতীক্ষিত সেই বড়াল আটঘরানাওশোনা মহাশ্মশান হয়ে বন খলিশাখালীর রাস্তা পাকা পিচের উদ্বোধন করেন বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুক ৪ ডিসেম্বর ২০২৪ ইং। সকাল ১০ টায় বড়াল খানের দোকানের সামনে হতে রাস্তাটির উদ্বোধন করা হয়, এই রাস্তা উদ্বোধনের মাধ্যমে বড়াল আটঘরা রুনদিয়া,আকবপুর বন খলিশাখালি,রুখালি আকবপুর সহ বিছালী ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের যুগ যুগের কষ্টের নিরসন হবে,
উদ্বোধন সময়ে বিছালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিমায়েত হোসেন ফারুক বলেন,এই রাস্তা নির্মাণের জন্য আমি বহু সংগ্রাম করেছি, বহু দপ্তরের দিনের পর দিন ঘুরেছি , ধন্যবাদ জানাই ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়াকে যারা আমার সাথে থেকে এ সংগ্রামে অংশগ্রহণ করেছিল।বিছালী ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মানুষের নাওশোনা মহাশ্মশানে গিয়ে সৎকারের কাজটি নির্ভীগনে করতে পারবে। ইউনিয়নের হিন্দু সম্প্রদায়কে দেওয়া কথা রাখতে পেরে আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.