Type to search

নড়াইলে প্রণোদনার ১২০০ নারিকেল চারা ও ধান বীজ বিতরণ

চৌগাছা নড়াইল

নড়াইলে প্রণোদনার ১২০০ নারিকেল চারা ও ধান বীজ বিতরণ

নড়াইল প্রতিনিধি নড়াইলে প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার ২০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে নারিকেলের চারা বিতরণ হয়েছে। সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে অফিস চত্বরে জনপ্রতি উপকারভোগীর মাঝে পাঁচটি করে মোট ছয় হাজার নারিকেলের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার। সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন-হুইপ মাশরাফি বিন মর্তুজা এমপির ব্যক্তিগত কর্মকর্তা জাহিদুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহিদ শাকিলসহ অনেকে। এদিকে, এক হাজার ৬০০ জন কৃষক-কৃষাণীকে উচ্চ ফলনশীল (ঊফশী) জাতের রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। জনপ্রতি কৃষক-কৃষাণীকে পাঁচ কেজি উফশী আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।