প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৪, ২০২৫, ৯:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২২, ১১:৩২ পি.এম
নড়াইলে পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ

উজ্জ্বল রায়, নড়াইল থেকে :
নড়াইলের লোহাগড়া পৌরসভার কুন্দশী এলাকার জ্যোতিময় ব্যানার্জ্যির পুকুর থেকে অজ্ঞাত (৩৫) যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে লাশটি উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শেখ আবু হেনা মিলন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই পুকুরে গোসল করতে নামে অজ্ঞাত যুবক। নেমে আর উপরে উঠে আসেনি। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের খবর দেয়। পরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, লাশে শরীরের কাপড় দেখে মনে হচ্ছে মানসিক ভারসাম্যহীন ছিলেন তিনি। ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.