নড়াইলে নৌকাডুবিতে মাছ ব্যবসায়ী নিখোঁজ

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় নৌকাডুবিতে অলোক বসু (৪৫) নামে এক মাছ ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন। তিনি কালিয়া উপজেলার শুক্তগ্রাম এলাকার বাসিন্দা।
রোববার (৯ জুলাই) ভোররাত ৪টার দিকে কালিয়া উপজেলার ভোমবাগ এলাকায় নবগঙ্গা নদীতে এ দুর্ঘটনা ঘটে। তবে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।
বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) লোকমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার ভোর রাত ৪টার দিকে কালিয়া উপজেলার ভোমবাগ এলাকায় নৌকা ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অলোক বসু নামে এক মাছ ব্যবসায়ী নিখোঁজ হন।এদিন দুপুরে খবর পেয়ে কালিয়া ফায়ার সার্ভিস এবং বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা পেয়ে খুলনা ডুবরি দলকে খবর দেয়। খবর পেয়ে দুপুরে খুলনার ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে।
এ বিষয়ে কালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল হান্নান বলেন, খবর পেয়ে খুলনা থেকে ডুবরি দল এসে উদ্ধার অভিযান চালিয়ে ডুবে যাওয়া নৌকাটির অবস্থান শনাক্ত করেছে। তবে এখনও নিখোঁজ ব্যক্তির কোনো সন্ধান মেলেনি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে।###
হাফিজুল নিলু
নড়াইল
০১৭১৬৭৩১৭৭
০৯.০৭.২৩