নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় পাটনা স্লুইসগেট সংলগ্ন মৃত চিত্রা নদী (বানকানা) থেকে
নিখোঁজ ব্যাবসায়ী ইসহাক মোল্যার (৭৫) লাশ নৌ পুলিশ উদ্ধার করেছে ।
মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে স্লুইসগেটের নিচে ফুলে যাওয়া লাশটি
স্থানীয়রা দেখতে পেয়ে উপজেলার বড়দিয়া নৌ পুলিশকে অবহিত করে। তখন নৌপুলিশ
ঘটনাস্থানে এসে লাশটি উদ্ধার করে। পরে নিখোঁজের স্বজনরা লাশটি সনাক্ত
করে। মৃত ব্যবসায়ী ইসহাক মোল্যা উপজেলার বড়দিয়া বাজারের গুড় ব্যবসায়ী এবং
জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের মৃত দীন ইসলাম
মোল্যার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) সকালে স্ত্রীর
নিকট থেকে ৪০-৪৫ হাজার টাকা নিয়ে বড়দিয়া বাজারে নিজ দোকানে যায়।
ব্যাবসায়ীক কাজ সেরে তিনি আর বাড়ীতে ফেরেননি। ওইদিন বিকেলে তাকে উপজেলার
মাউলি ইউনিয়নের মহাজন ঘাট এলাকায় চা খেতে দেখা গেছে। নিখোঁজের পর তাকে
বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি।
তারা আরো জানায়,উপজেলার চোরখালী ও গুচ্ছগ্রাম এলাকায় তার টাকার লেন-দেন
ছিল। কয়েকদিন আগে তাদের অনেকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়েছে। স্বজনদের
ধারণা তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে
দোষীদের বিচার দাবি করেন ।
এ বিষয়ে বড়দিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ লোকমান হোসেন বলেন, ‘লাশটি ফুলে
গেছে। ধারণা করা হচ্ছে ৪/৫ দিন আগেই তার মৃত্যু হয়েছে। গায়ের কাপড়
তল্লাশী করে একটা টুপি ছাড়া কিছুই পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়না
তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে
মৃত্যুর আসল রহস্য জানা যাবে।’
উপজেলার নড়াগাতি থানার ওসি সুকান্ত সাহা বলেন, ‘ব্যবসায়ীর মৃত্যু
সংক্রান্ত বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ময়না তদন্ত রিপোর্টের
ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.