নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় নারিকেল পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. আকুব্বার মোল্যা
ওরফে আকবার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। মো.
আকুব্বার মোল্যা কাশিপুর গ্রামের মৃত জয়নাল মোল্যার ছেলে।
সোমবার (২ অক্টোবর) সকালে উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের
রেজাউল শেখের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে।
কাশিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. শহিদ শেখ
গাছ থেকে পড়ে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, আকুব্বার মোল্যা পেশায়
নারিকেল গাছী ছিলেন। সোমবার সকালে কাশিপুর গ্রামের রেজাউল শেখের বাড়ির
পাশে তিনি নারিকেল গাছ থেকে নারিকেল পাড়তে যান। এ সময় নারিকেল গাছের পচা
ডাল টান দিলে তিনি গাছ থেকে পাশের বাড়ির দেয়ালের ওপর পড়ে যান। পরে তার
শরীরে দেয়ালে থাকা কাঁচ পিঠে বিধে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন
নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি জানতে পেয়ে পুলিশ ঘটনাস্থলে
পাঠানো হয়েছে। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.