নড়াইলে দু’টি কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন

নড়াইল প্রতিনিধি
নড়াইলে লোহাগড়ার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজ ও নড়াগাতি থানার মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২ মার্চ) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নড়াইল জেলা শাখার সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (৩ মার্চ) নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সানি এ তথ্য নিশ্চিত করেছেন।
পৃথক দু’টি বিজ্ঞপ্তিতে মো. খালিদ রেজাকে সভাপতি ও সাকিব হোসেন সরদারকে সাধারণ সম্পাদক করে লোহাগড়ার দিঘলিয়া নবগঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রদলের ১১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
আংশিক কমিটিতে অন্যরা হলেন -সিনিয়র সহ-সভাপতি রিফাত শেখ, সহ-সভাপতি মোহাম্মদ আরমান খান, মো. তসরুজ্জামান আব্দুল্লাহ, মো. বায়জিদ শিকদার ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নীলা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল আমিন মোল্যা, ইমন মোল্যা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফরহাদ শেখ ও প্রচার সম্পাদক কাজী আবু রাদ।
এ দিকে ফাহিম খানকে সভাপতি ও তারেক মোল্লাকে সাধারণ সম্পাদক করে নড়াগাতি থানার মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।
আংশিক কমিটিতে অন্যরা হলেন -সিনিয়র সহ-সভাপতি খান জাবেরী বিন জিয়া, সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ সাকিব মোল্যা, সাংগঠনিক সম্পাদক শাহাদাং আলী খান,প্রচার সম্পাদক হাছনাত মোল্যা। এই দুই কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেওয়া হয়।