প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৬, ২০২৫, ১২:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২২, ২০২৫, ১১:০০ পি.এম
নড়াইলে তারুণ্যের উৎসবে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা

নড়াইল প্রতিনিধি
নড়াইলে বালক-বালিকাদের সাইক্লিং প্রতিযোগিতা হয়েছে। আজ বুধবার দুপুরে শহরের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ স্টেডিয়ামে এ প্রতিযোগিতা হয়। তারুণ্যের উৎসব উপলক্ষ্যে এই আয়োজন করে জেলা প্রশাসন ও ক্রীড়া অফিস। প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার। এসময় উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার কাজী এহসানুল কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আহসান মাহমুদ রাসেল, জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামান প্রমুখ।
আয়োজক সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় অংশ নিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট ৫০ জন প্রতিযোগী মাঠে উপস্থিত হন। ছোট বালকদের ২ টি, মধ্যম বালকদের ১টি ও বড় বালকদের ১ টি এবং বালিকাদের ১টিসহ মোট ৫টি গ্রুপে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬০০ মিটার সাইকেল চালিয়ে প্রতিযোগিতায় বড় বালকদের গ্রুপে প্রথম হয়েছেন রাফসান হাসান, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে ওমর ফারুক ও মো. খালিদ। বালিকাদের গ্রুপটিতে প্রথম হয়েছেন রানি বিশ্বাস, দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন যথাক্রমে পায়েল বিশ্বাস ও রিয়া রায়।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.