প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৫, ৫:০০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ৮:১১ পি.এম
নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউপির ঝিকরা গ্রামের রাজু আহমেদ (২৮) নামে এক যুবক ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। নিহত রাজু নড়াইল সড়ক ও জনপদ বিভাগে সড়ক শ্রমিক পদে চাকুরী করেন। নিহত রাজু উপজেলার ঝিকড়া গ্রামের সাকায়েত ফকিরের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, রাজু গত ১৫ দিন যাবত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইল আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। বুধবার রাতে তার অবস্থার অবনতি হলে নড়াইল আধুনিক সদর হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরিবারের লোকজন তাকে বৃহস্পতিবার (৩অক্টোবর দুপুরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে মারা যায়। রাজু ঢাকা বিশাববিদ্যালয় থেকে এমএ পাস করে সম্প্রতি চাকুরীতে যোগদান করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.