প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩০, ২০২৫, ৭:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৫, ৪:০০ পি.এম
নড়াইলে ট্রাক চাপায় প্রাণ গেলো যুবকের

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেল চালক হাসিব মোল্যা (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার মাধবপাশা গ্রামের সাব্বির মোল্যার ছেলে।
রোববার (২৬ জানুয়ারি) বিকেলে উপজেলার কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হাসিব মোল্যা মোটরসাইকেল যোগে কালিয়া থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন। প্রতিমধ্যে কালিয়া-নড়াইল সড়কের আমতলা এলাকার ফুলদাহ মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক হাসিব মোল্যা ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে ঘটনার পর ট্রাকের চালক ও তার সহকারী ট্রাক রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রাশেদুল ইসলাম জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে তবে এর চালক ও সহকারী পলাতক রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.