উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলের জেলা পরিষদ সদস্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকালে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শুভঙ্কর সাহাকে লাঞ্ছিত করেছে। এ ঘটনায় ওইদিন রাতেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ডাক্তারদের মধ্যে মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সোমবার (২৭ ডিসেম্বর) বিকাল চারটায় নড়াইল জেলা পরিষদ সদস্য মো. মাসুদ রানা একটি প্রতিবন্ধী সনদপত্রের জন্য একজন রোগীকে সঙ্গে নিয়ে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. শুভঙ্কর সাহার কক্ষে যান। এ সময় বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ডা. শুভঙ্কর সাহাকে মো. মাসুদ রানা শারীরিকভাবে লঞ্ছিত করেন বলে অভিয়োগ উঠেছে। কালিয়া উপজেলা স্বাস্থ ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.কাজল মল্লিক বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখজনক ও অনাকাঙ্খিত। বিষয়টি থানায় লিখিতভাবে জানানো হয়েছে।’
অভিযুক্ত জেলা পরিষদ সদস্য মো.মাসুদ শেখ বলেন, আমি ডা. শুভঙ্কর সাহাকে লাঞ্ছিত করি নাই। তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। বরং ডা. সুভঙ্কর সাহা আমার ও আমার রোগীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে অভিযোগ করেন তিনি।’কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সেখ কনি মিয়া বলেন, ডা. শুভঙ্কর সাহাকে লাঞ্ছিত করার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.