নড়াইল প্রতিনিধি||
নড়াইলে তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকেলে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু। নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. রোকনুজ্জামান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সৌরভ দেবনাথ প্রমুখ। কৃষিকাজে ব্যবহৃত প্রযুক্তি বিষয়ক ১০টি স্টল রয়েছে মেলায়। আগামী ৬ মার্চ মেলা শেষ হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্তু স্টল খোলা থাকবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.