নড়াইল প্রতিনিধি
জেলায় কারামুক্ত কয়েদী ও মুক্তিপ্রাপ্ত প্রবেশনারদের মাঝে পুনর্বাসন সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (১৭ জানুয়ারি) জেলা প্রশাসন ও প্রবেশন অফিসারের কার্যালয়ের আয়োজনে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতি, নড়াইলের মাধ্যমে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এ সামগ্রী বিতরণ করা হয়।
মোট ৯ জন কারামুক্ত কয়েদী ও মুক্তিপ্রাপ্ত প্রবেশনারদের মধ্যে পাঁচজন মহিলাকে পাঁচটি সেলাই মেশিন, দুইজনকে দুইটি প্যাডেল ভ্যান এবং দুইজনকে কাঁচা মাল ব্যাবসায়ের জন্য ১০ হাজার টাকা মূল্যের আলু, রসুন, পিয়াজসহ কাঁচা মাল সামগ্রী দেয়া হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমাতুল মোর্শেদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, জেলা সমাজসেবা কার্যালয় এর উপ-পহরিচালক রতন কুমার হালদার, জেলা প্রবেশন কর্মকর্তা বাপ্পী কুমার সাহা, শহর সমাজসেবা কর্মকর্তা সুজাউদ্দিন,সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.