প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৪:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২৪, ৫:২৯ পি.এম
নড়াইলে কাঁঠাল গাছের ডাল কাটতে যেয়ে পড়ে এক জনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলায় কাঁঠাল গাছ থেকে পড়ে মো.লিটুর খান (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে উপজলার কাশিপুর ইউনিউনের ধোপাদাহ গ্রামের কমিউনিটি ক্লিনিকের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত লিটুর খানের ভাতিজা সাংবাদিক মো.মোস্তাইন খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মো. লিটুর খান লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিউনের ধোপাদাহ গ্রামের মৃত ছানোয়ার খানের ছেলে।
স্থানীয় ও নিহরের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে লিটুর খান ধোপাদাহ কমিউনিটি ক্লিনিকের পাশে কাঁঠাল গাছের ডাল কাটতে যান। পরে গাছে উঠে ডাল কেটে নেমে আসার সময় পা পিছলে তিনি পাশের পিজ ঢালাই সড়কে পড়ে গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.