নড়াইল প্রতিনিধি
‘পুলিশ জনতা ঐক্য করি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বর্নাঢ্য আয়োজনে নড়াইলে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা পুলিশের উদ্যোগে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর থানা চত্বরে এসে শেষ হয়। পরে থানা চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। এ সময় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজামউদ্দিন খান নিলু, পৌরসভার মেয়র আঞ্জুমান আরা,অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন,এএসপি তারেক আল মেহেদী,এএসপি দোলন মিয়া, আব্দুল হাই ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিক,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ওবাইদুর রহমান। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.