প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৯:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২২, ৩:৪৪ এ.এম
নড়াইলে ইঞ্জিনচালিত ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ইঞ্জিনচালিত ইটভাঙা মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল সদরের এস এম সুলতান সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই চালকের নাম রমজান (২৫) সে নড়াইল সদর উপজেলার পাইকমারী গ্রামের এরশাদ আলীর ছেলে। পুলিশ স্থানীয় সূত্রে জানায়, চার সহযোগী সহ নিহত ওই চালক রমজান শুক্রবার সকালে বাড়ি থেকে ভাড়ায়চালিত ইটভাঙা গাড়ি নিয়ে নড়াইল শহরের মাছিমদিয়া এলাকায় কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে এস এম সুলতান সেতুর পশ্চিম পাশে সংযোগ সড়কের ঢাল দিয়ে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় অন্যরা সরে গিয়ে রক্ষা পেলেও রমজান মেশিনের নিচে চাপা পড়েন। স্থানীয়দের সহযোগিতায় তাকে তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রমজানকে মৃত ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.