প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ১২:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ৭:৫৯ পি.এম
নড়াইলে আধিপত্য বিস্তারে বি এনপির দুই পক্ষ,আহত ২ বিপুল দেশী অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক-৪

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় বি এনপির নেতৃত্ব নিয়ে আধিপত্য বিস্তার কোন্দলে সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাস্থল থেকে সেনাবাহিনী অভিযান চালিয়ে বিপুল দেশীয় অস্ত্রসস্ত্র সহ ৪ জনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেন্দারচর গ্রামে উপজেলা বি এনপির সদস্য সচীব ওয়াহিদুজ্জামান মিলুর সাথে সীতারামপুর চর গ্রামের বি এনপি নেতা শেখ রবিউল ইসলামের দীর্ঘদিনের কোন্দল বিরাজমান। সম্প্রতি থানা ও পৌর বি এনপি সম্মেলন তারিখ ঘোষনা হওয়ায় সভাপতি প্রার্থী সরদার আনোয়ার হোসেন এবং পৌর বিএনপি সেক্রেটারী প্রার্থী সেলিম রেজা ইউসুফের উপর ক্ষিপ্ত হয় ওয়াহিদুজ্জামান পক্ষীয় লোকেরা। বুধবার(০৩) রাতে বেন্দারচর তেমাথায় কালিয়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও সাবেক পৌর যুবদলের সেক্রেটারী ইকরাম রেজা কে মারধোর করে প্রতিপক্ষের লোকেরা। প্রতিশোধ নিতে ইকরামের লোকেরা মোজাহিদ(২৬) নামের এক বিএনপি কর্মীকে কুপিয়ে মারাত্মক জখম করে। এ ঘটনার পরপরই উভয়পক্ষ মারামারিতে লিপ্ত হবার প্রস্তুতি নিচ্ছিল। এসময় সেনাবাহিনী ছোটকালিয়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ ৪ জনকে আটক করে। আটককৃতরা হলো বেন্দারচর গ্রামের মো.সুমন শেখ(২২),মো.নাহিদ শেখ(১৯),মো.ওয়ালিদ শেখ(২৭) ও মো.বুলু শেখ।
আটককৃতদের কালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন নড়াইল সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন জামান।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.