নড়াইল প্রতিনিধি
নড়াইলে শীতে যেন যবুথবু অবস্থা। গত ৩দিন ধরে শীত ও কুয়াশায় সুর্যের দেখা মিলছে না। শহর ও গ্রামের সড়ক যেন অনেকটাই ফাঁকা। জরুরী প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। একটু উষ্ণতা পেতে অনেকেই আগুন জালাচ্ছেন। শীতে শ্রমজীবি মানষের কষ্ট বেড়েছে। বোরো চাষীদের চারা রোপন ব্যহত হচ্ছে।
কামাল প্রতাপ গ্রামের শরিফুল ইসলাম বলেন,আমার জীবনে এমন শীত আগে দেখিনি।
চাঁচড়া গ্রামের কাইদুল বিশ্বাস বলেন,এখন আমাদের বোরো ধান আবাদের সিজন কিন্তু এই ঠান্ডায় আবাদ করতে পাররছিনা। এতে করে ফসলের ক্ষতি হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.