অপরাজেয় বাংলা ডেক্স : নড়াইল শহরের রূপগঞ্জ এলাকায় একটি মুদি ও পাইকারি দোকান আগুনে ভস্মিভূত হয়েছে। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রাতে লাগা আগুনে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস এবং স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত নয়টার দিকে শহরের রূপগঞ্জ এলাকার মুদি দোকান ‘সোনালী এন্টারপ্রাইজে’ আগুন ধরে যায়। দোকানটি তখন বন্ধ ছিল। খবর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দোকানের আগুন নিয়ন্ত্রণে আনে। পানির চাপে চারটি শাটারের দরজা ভেঙে পড়ে। দোকান মালিক সালমা রহমান কবিতা ও মৌসুমী আক্তার জানান, আগুনে তাদের পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে নষ্ট হয়েছে।
নড়াইল ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক মাহবুব আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শটসার্কিট থেকে আগুন লেগেছে। তদন্ত করে দোকানের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।সূত্র, সুবর্ণভূমি
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.