Type to search

নড়াইলের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ সাহা স্মরণে নাগরিক শোকসভা

নড়াইল

নড়াইলের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ সাহা স্মরণে নাগরিক শোকসভা

ডেক্স রিপোট

নড়াইলের সর্বজন শ্রদ্ধেয় বিশিষ্ট সমাজসেবী প্রকৌশলী শৈলেন্দ্র নাথ সাহা স্মরণে নাগরিক শোকসভা আজ শনিবার বিকাল ৫টায় নড়াইল পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত হয়েছে। গণশিল্পী সংস্থা নড়াইল জেলা শাখা আয়োজিত এ শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক মলয় কান্তি নন্দী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. কাজী বশিরুল হক।
আলোচনা করেন নড়াইলের পৌরমেয়র আনজুমান আরা, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এস এ মতিন, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, মো. শাহ আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা মনিরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা বাবুল সাহা, অ্যাড. সঞ্জীব কুমার বসু, শৈলেন্দ্রনাথ সাহার ভাই অচিন্ত্য সাহা, কল্যাণ মুখার্জি, তায়েব আলী, সাংবাদিক অশোক কুন্ডু প্রমুখ।
শোকসভায় বক্তারা বলেন, শৈলেন্দ্রনাথ সাহা ছিলেন সত্যিকার অর্থে একজন উদার মনের অসাম্প্রদায়িক মানুষ। ওনার কাছ থেকে কাউকে বিমুখ হয়ে ফিরে আসতে হয়নি। উনি যেমন নড়াইলের অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন তেমনি সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন কাজে আর্থিকভাবে সহযোগিতার হাতও প্রসারিত করেছেন আন্তরিকতার সহিত। বর্তমান সমাজে শৈলেন্দ্রনাথ সাহার মত মানুষ সত্যিই বিরল। তাঁর স্মৃতি রক্ষার্থে নড়াইলের মাটিতে প্রতিবছর তাঁর স্মরণে একটি মেলা ও একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের প্রস্তাবনা তুলে ধরেন বক্তারা।