প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২, ২০২৫, ৫:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২১, ২:৪৮ পি.এম
নড়াইলের লোহাগড়ায় ৪র্থ ধাপের নির্বাচনে নৌকার মাঝি হলেন যারা

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইলের লোহাগড়া উপজেলার টি ১২ ইউনিয়নে নৌকার মাঝিদের নাম প্রকাশ করা হয়েছে। ২০ নভেম্বর শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় এ তালিকা চূড়ান্ত করা হয়। আগামী ২৩ ডিসেম্বর ৪র্থ ধাপের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এ সব প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করবেন। ১২ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থীরা হলেন, নলদী ইউনিয়নে আবুল কালাম আজাদ পাখি, মল্লিকপুর ইউনিয়নে শহিদুর রহমান শহীদ, কাশিপুর ইউনিয়নে মতিয়ার রহমান, ইতনা ইউনিয়নে শেখ সিহানুক রহমান, কোটাকোল ইউনিয়নে হাসান আল মাহমুদ, শালনগর ইউনিয়নে লাবু মিয়া, জয়পুর ইউনিয়নে সাইফুল ইসলাম সুমন, দিঘলিয়া ইউনিয়নে নীনা ইয়াসমিন, লাহুড়িয়া ইউনিয়নে ফাতেমা খানম,লোহাগড়া ইউনিয়নে নাসমিন বেগম, লক্ষিপাশা ইউনিয়নে কাজী বনি আমিন ও নোয়াগ্রাম ইউনিয়নে মুন্সী জোসেফ হোসেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.