Type to search

নড়াইলের লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০জন, নিয়ন্ত্রনে সেনাবাহিনী

নড়াইল

নড়াইলের লোহাগড়ায় দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত ২০জন, নিয়ন্ত্রনে সেনাবাহিনী

নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়া উপজেলার চর-বালিদিয়া গ্রামের মাছ ধরার ভেশাল জাল পাতাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে  ঘন্টা ব্যাপি সংঘর্ষে মহিলাসহ কমপক্ষে ২০ আহত হয়েছে। গুরুতর আহতদের নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে শুক্রবার (১৮অক্টোবর) সকালে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
       এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার নলদী ইউনিয়নের চর বালিদিয়া গ্রামের মাতুব্বর লিটন মোল্যা ও আবুল মুন্সির গ্রæপের সাথে শহিদুল ও পাখি মোল্যার গ্রæপের লোকজনের সাথে  দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার (১৭অক্টোবর)বিকালে ইছামতি বিলে ভেশাল জাল পাতাকে কেন্দ্র করে পাখি মোল্যা সমর্থিত শাহাবুদ্দিন মোল্যার সাথে আবুল মুন্সি সমর্থিত হেলাল মুন্সির কথা কাটাকাটি হয়। এ ঘটনায় উভয় পক্ষের লোকজন রাতভর ঢাল শড়কি যোগাড় করাসহ মারামারির প্রস্তুতি নেয়।
       শুক্রবার (১৮অক্টোবর)সকালে এঘটনার জের ধরে স্থানীয় চর-বালিদিয়া বাজারে দুই পক্ষের লোকজন ঢাল শড়কিসহ দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টা ব্যাপি সংর্ঘষে লিপ্ত হয়। সংর্ঘষে উভয় পক্ষের অন্তত মহিলাসহ ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত শহিদুল, দিদার, সিরাজ, লিটন, মনোয়ারা বেগম, কবির মোল্যা,রোকন,হারুন কে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় লাহুড়িয়া ও নলদী বাজারে গ্রাম্য ডাক্তাদের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে ।
           সংর্ঘষের খবর পেয়ে নলদী ফাড়ি ও লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে নড়াইল থেকে অতিরিক্ত পুলিশ এবং মাগুরা ও নড়াইল থেকে সেনা বাহিনীর চার গাড়ী সদস্য ঘটনাস্থলে পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
      লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান,সংঘর্ষের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে।