নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় ভ্রাম্যমাণ আদালতে তিন মাদক ব্যবসায়ীর কারাদ- ও জরিমানা
হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পৌর এলাকায় গোপীনাথপুর ব্যপারীপাড়ায়
ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তঁদের সাজা দেয়।
ভ্রাম্যমাণ আদালত সুত্র জানায়, মাদক ব্যবসায়ী সোহরাব খাঁকে (৪৫) ছয় মাসের
কারাদ- ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া আব্দুল্লাহ শেখ (২০) ও
মো. শাহীনকে (২৫) দুই মাস করে কারাদ- ও পাঁচ শ টাকা করে জরিমানা করা হয়।
ওই তিনজনের বাড়িই গোপীনাথপুর ব্যপারীপাড়ায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা
করেন লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায়। সঙ্গে ছিলেন
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক মো. নজরুল ইসলামসহ
ওই দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্য।
মো. নজরুল ইসলাম জানান, সোহরাব খাঁর বাড়িতে অভিযান চালিয়ে ৪২ পুরিয়া
গাঁজাসহ ওই তিনজনকে আটক করা হয়। তাঁদের ওই সাজা দিয়ে কারাগারে পাঠানো
হয়েছে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.