প্রিন্ট এর তারিখঃ জুলাই ৬, ২০২৫, ৪:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৭, ২০২১, ৫:২৩ পি.এম
নড়াইলের লোহাগড়ার ১২ ইউপিতে চেয়ারম্যান হতে চান ৫৯ জন

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:
নড়াইলের লোহাগড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ৫৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সোমবার প্রত্যাহারের শেষ দিনে রিটানিং অফিসারদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। মোট প্রার্থী হয়েছিলেন ৬৭ জন। এর মধ্যে ৭ জন প্রত্যাহার করে নিয়েছেন। ১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়নে জন নৌকার প্রার্থী ছাড়াও মনোনয়ন বঞ্চিত হয়ে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়েছেন ১৬ জন। দলীয় মনোনয়ন না চেয়ে আওয়ামী লীগ দলীয় ১৩ জন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদশের ৯ জন, জাতীয় পার্টির ২ জন, এনডিএমের ১ জন এবং বিএনপির ৩ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ২ জন কর্মী ও ১ জন দল নিরপেক্ষ ব্যক্তি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.