Type to search

নড়াইলের মাইজপাড়ায় শিশু নির্যাতনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১১ জন আহত

জেলার সংবাদ

নড়াইলের মাইজপাড়ায় শিশু নির্যাতনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১১ জন আহত

নড়াইল প্রতিনিুধঃ

নড়াইলের মাইজপাড়ায় শিশু সন্তানকে নির্যাতনের প্রতিবাদ করা নিয়ে দুপক্ষের সংঘর্ষে ১১জন আহত হয়েছে। শনিবার (২৪আগষ্ট) বিকালে সদর উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা চলছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মাইজপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামের বাহারুল পক্ষ ও শহিদ মোল্যা পক্ষের মধ্যে শত্রæতা চলছে। এর এক পর্যায়ে শনিবার (২৪আগষ্ট) দুপুরে বাহারুলের ছেলে মাদ্রাসাছাত্র ৮বছরের শিশু আজিম বাড়ির পাশের পুকুরে গোছল করতে গেলে সেখানে শহিদ মোল্যার ছেলে বখাটে মুসা তাকে পানিতে চুবিয়ে চরম হেনস্থা করে। এতে ভীত-সন্ত্রস্ত আজিম বাড়ি ফিরে স্বজনদের ঘটনা জানালে বাহারুল এর প্রতিবাদ করায় দুইপক্ষে উত্তেজনার এক পর্যায়ে বিকালে দেশীয় অস্ত্রসস্ত্র  নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ৪ নারীসহ দুই পক্ষে ১১জন আহত হয়। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতাল ভর্তি করা হয়েছে।