Type to search

নড়াইলের পৌরমেয়র আনজুমান আরা ও যুবলীগের সেক্রেটারী জেল হাজতে

নড়াইল

নড়াইলের পৌরমেয়র আনজুমান আরা ও যুবলীগের সেক্রেটারী জেল হাজতে

নড়াইল প্রতিনিধি
বিএনপির করা নাশকতার মামলায় নড়াইলের পৌরমেয়র আনজুমান আরা ও জেলা যুবলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য খোকন সাহাকে জেল হাজতে প্রেরন করেছে আদালত।
বৃহস্পতিবার(২০মার্চ) বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ বিচারপতি শারমিন নিগার তাদের জামিন না মনজুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
গত ৪ আগষ্ট নড়াইলে রাসেল সেতুর উপর আ.লীগের করা নাশকতার ঘটনায় সদর উপজেলা বি এনপি সাধারন সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলার ২ নং আসামী খোকন সাহা এবং ২৬ নং আসামী মেয়র আঞ্জুমান আরা।
২৭ জানুয়ারী আসামীগন হাইকোর্টে ৮ সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। ২০মার্চ নড়াইলের আদালতে হাজির হবার পরে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন।
এদিকে আসামীদের আদালত থেকে হবার সময় স্থানীয় বি এনপি নেতাকর্মীরা হট্টগোল করলে সেনাবাহিনী আদালত চত্ত¡রে আসে। পরে পুলিশ ও সেনাসদস্যের নিরাপত্তার মধ্যে আসামীদের কারাগারে পাঠানো হয়। গাড়িতে ওঠার সময় মেয়র আনজুমান আরা ও খোকন সাহা জয়বাংলা শ্লোগান দিলে বিক্ষুব্ধ একজন মেয়রের গায়ে ডিম ছুড়ে মারে।###