নড়াইল প্রতিনিধি, মির্জা মাহামুদ ঃ নড়াইলের জামাই ছিলেন প্রণব মুখার্জি নড়াইলের জামাইবাবু ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। তার স্ত্রীর নাম শুভ্রা মুখার্জি। তিনি নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে মেয়ে। ২০১৩ সালে স্ত্রীকে নিয়ে প্রথমবারের মমোত নড়াইলে এসেছিলেন প্রণব মুখার্জি। পরবর্তীতে প্রণব মুখার্জি ও তার স্ত্রী অবশ্য আর নড়াইলে আসেননি। সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্ত হন ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। এরপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবশেষে আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে দিল্লির আর্মি হাসপাতাল রিসার্চ অ্যান্ড রেফারালে শেষঃনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নড়াইলবাসী। নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার মানুষ শোক প্রকাশ করে প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন। সেই সঙ্গে সবাই শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.