নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের নবগঙ্গা নদীর
মাধবপাশা-দেওয়াডাঙ্গা খেয়াঘাট এলাকায় বালু উত্তোলন বন্ধসহ ইজারা বাতিলের
দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ক্ষতিগ্রস্থ এলাকাবাসীর আয়োজনে
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে খেয়াঘাটের সামনে এ কর্মসূচি পালিত হয়।
এ সময় বক্তব্য দেন-পুরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল
মোল্যা, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৈয়বুর গাজী,
হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম হোসেন, কৃষক হালিম
মোল্যা, জয়নাল মোল্যা, ইলিয়াস শেখসহ অনেকে।
ক্ষতিগ্রন্থ এলাকাবাসী জানান, নড়াইলের নবগঙ্গা নদীর মাধবপাশা-দেওয়াডাঙ্গা
খেয়াঘাট এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন অব্যাহত থাকায় নদী পাড়ের
বাড়িঘর, ফসলি জমিসহ বিভিন্ন ধরণের সবজি ক্ষেত হুমকির মুখে রয়েছে। ফলে
কৃষিনির্ভর লোকজন দুশ্চিন্তায় আছেন। ড্রেজার দিয়ে অপরিকল্পিত ভাবে বালু
তোলা অব্যাহত থাকায় ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। বাড়িঘর হুমকির মুখে
রয়েছে।
এছাড়া নদীর অপরপ্রান্তে কবরস্থান, মাধবপাশা হাটবাজার এবং কালিয়া-খুলনা
সড়কেও বালু উত্তোলনের খারাপ প্রভাব পড়ছে। বক্তারা দ্রুত বালু উত্তোলন
বন্ধহ ইজারা বাতিলের দাবি জানান। অন্যথায় এ এলাকায় দুই শতাধিক কৃষক
পরিবার ব্যাপক ক্ষতিগ্রস্থ হবেন।
এলাকাবাসী আরো জানান, গত বছর উচ্চ আদালতে রিট করার পর বালু উত্তোলন বন্ধ
ছিল। তবে এ বছর আবারও তা শুরু হয়েছে। এ ব্যাপারে নড়াইল জেলা প্রশাসক
বরাবর লিখিত অভিযোগের পরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানান
এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.