প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৩:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২২, ৮:০৩ পি.এম
নড়াইলসহ সারাদেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মাক্সবাদীর বিক্ষোভ

নড়াইল বরিশালসহ সারাদেশের সাম্প্রদায়িক হামলা রুখে দাঁড়াও।বিদ্যুৎ, চাল, ডাল, তেল নিয়ে তালবাহানা বন্ধ কর- এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মাক্সবাদী, অভয়নগর শাখা বিক্ষোভ ও মানববন্ধন করেছে। গতকাল বিকাল সাড়ে চারটার দিকে যশোরের অভয়নগর উপজেলা নওয়াপাড়া বাজারের মহাসড়কে তারা এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসুচি পালন করেন।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মাক্সবাদী, অভয়নগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড চৈতন্য কুমার পালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন যশোর জেলার সাধারণ সম্পাদক ও কেন্দীয় নেতা জিল্লুর রহমান ভিটু, জেলা কমিটির সদস্য কমরেড নূর আলম, কমরেড সাধন বিশ্বাস, কমরেড কানু বিশ্বাস, কমরেড মোহাম্মদ আলী প্রমুখ। বক্তারা অতিসম্প্রতি নড়াইলের লোহাগড়ার শাহাপাড়ায় সাম্প্রদায়িক হামলা, অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে হেনস্তা ও বরিশালসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার তীব্র নিন্দা জানান ও অবিলম্বে সাম্প্রদায়িক হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। বক্তারা এ সময় নিত্যপন্যের দাম বাড়ার সাথে জড়িত ব্যাবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। এর আগে নওয়াপাড়া ইনস্টিটিউটে পার্টির একসভা অনুষ্ঠিত হয়। কমরেড নূর আলমের সভাপতিত্বে সভায় আমডাঙা খালে বরাদ্দকৃত টাকার কাজ অতি সত্তর বাস্তবায়নের দাবিতে আগামী ৩০ মে নওয়াপাড়া থেকে আমডাঙা খাল পর্যন্ত পদযাত্রা ও আগামী ১লা সেপ্টেম্বর বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি মাক্সবাদী ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের যৌথ সমাবেশ সফল করার উপর আলোচনা করা হয়। সেখানে বক্তব্য রাখেন কমরেড চৈতন্য কুমার পাল, কমরেড এইচ রহমান, কমরেড মিরণ তরফদার, কমরেড ইন্তাজ আলী, কমরেড তৈমুল শেখ, কমরেড উত্তম মন্ডল,কমরেড বি সরকার, কমরেড মন্টু বিশ্বাস, কমরেড বিল্লাল শেখ প্রমুখ। বক্তারা ৩০ মে আমডাঙা অভিমুখে পদযাত্রা ও আগামী ১লা সেপ্টেম্বর দুই পার্টির যৌথ সমাবেশে সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2026 অপরাজেয় বাংলা. All rights reserved.