প্রিয়ব্রত ধর,নওয়াপাড়া প্রতিনিধি:
দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের নেবুগাতী সার্বজনীন কালীতলা রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে ১২তম বার্ষিকী শ্রী শ্রী অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান উপলক্ষে ২৩মার্চ মহানাম যজ্ঞের শুভ অধিবাস ও শ্রী শ্রী গীতাপাঠ অধিবাস অনুষ্ঠানে কীর্ত্তন পরিবেশন করবেন নেবুগাতী ভাই ভাই সম্প্রদায়,২৪ মার্চ ব্রহ্মমুহুর্ত হতে শ্রী শ্রী হরিনাম সংকীর্ত্তন মহানাম যজ্ঞ আরম্ভ। নাম সুধা পরিবেশন করবেন ডুমুরিয়ার শিশুকৃষ্ণ সম্প্রদায়, মাগুরার কৃষ্ণভক্ত সুধামা সম্প্রদায়, খুলনার স্বর্গসুধা সম্প্রদায়, অভয়নগরের কেশবভারতী গোসাই সম্প্রদায়, নেবুগাতীর ভাই ভাই সম্প্রদায় ও খুলনার আদি রাধাগোবিন্দ সম্প্রদায়। ২৫মার্চ অরুণোদয় শ্রী শ্রী মহানাম সমাপন, নগর কীর্ত্তন, কুঞ্জভঙ্গ কীর্ত্তন, দধিভাÐ ভাঙন ভোগরাগ ও ভোগ আরতি কীর্ত্তন এবং প্রসাদ বিতরণ সন্ধ্যায় পদাবলী কীর্ত্তন পরিবেশন করবেন নেবুগাতী ভাই ভাই সম্প্রদায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশিষ্ট ঘের ব্যবসায়ী সমাজ সেবক সমীর হালদার
প্রকাশক ও সম্পাদক :
মোঃ কামরুল ইসলাম
মোবাইল নং : ০১৭১০৭৮৫০৪০
Copyright © 2025 অপরাজেয় বাংলা. All rights reserved.