
নড়াইল প্রতিনিধি
নড়াইলে এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন নির্বাচন কমিশনের মিটিং হয় আজ ফল জানায় গত কাল। আমাদের দলীয় প্রতিক শাপলা দিবেনা বর্তমান নির্বাচন কমিশন। গত ১৬ বছর দিনের ভোট রাতে করা নাজমুল হুদা নির্বাচন কমিশনের অবস্থা আপনারা দেখেছেন। তাকে জুতার মালা পরিয়ে কারাগারে নিক্ষেপ করছে জনতা। বর্তমান নির্বাচন কমিশনকে হুশিয়ারি করে বলেন, আপনারা কোথায় যান কি করেন আমাদের কাছে খবর আছে। সাবধান হয়ে যান নাহলে আপনাদের ও লাল কার্ড দেখানো হবে। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫ টায় নড়াইল পৌর শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্ত মঞ্চে আয়োজিত এনসিপির জুলাই পদযাত্রা ও পথসভায় দেওয়া বক্তব্যে হাসনাত আবদুল্লাহ লুঙ্গি পরে ঘাড়ে গামছা দিয়ে এসব কথা বলেন।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশকে বিশে^র দরবারে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।জুলাই গণঅভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা, দেশটাকে আমরা নতুন করে গড়বো। আমরা এমন বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশে কোন বৈষম্য থাকবেনা। জুলাই গণঅভ্যুত্থান আমাদের একটি ইনসাফ ও সমতা ভিত্তিক রাষ্ট্রের স্বপ্ন দেখায়। বৈষম্যহীন, ইনসাফের ভিত্তিতে, সম্প্রীতির ভিত্তিতে দেশটাকে আমরা গড়ে তুলবো। মেধ্যা ও যোগ্যতার ভিত্তিতে সবাই চাকুরি পাবে,তাদের অধিকার প্রতিষ্ঠা লাভ করবে এবং চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে।গণহত্যার বিচার,নতুন সংবিধান ও বিচার ব্যবস্থার মৌলিক সংস্কার চাই আমরা। কিন্তু অভ্যুত্থানের পরে, ফ্যাসিস্ট হটানোর পরে দেশে আবার সন্ত্রাস-চাঁদাবাজি ও নানা ধরনের চক্রান্ত শুরু হয়েছে।‘
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জেলা শহরের পুরাতন বাস টার্মিনাল মুক্তমঞ্চে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি)– উদ্যোগে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, আমরা সেই তরুনেরা আপনাদের সামনে এসেছি নতুন করে বাংলাদেশ গড়ার কাজে।যারা ফ্যাসিস্টকে উৎখাত করতে জীবনবাজি রেখেছিলাম। বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পূণ্যভূমি চিত্রাপাড়ের নড়াইলে যে উন্নয়ন হওয়ার কথা ছিল তা বিগত দিনে হয়নি।বৈষম্যহীন বাংলাদেশ গড়ে আমরা অবহেলিত নড়াইলের উন্নয়ন করতে চাই। আমাদের আশা ছিল গণঅভ্যুথানের পর দলমত নির্বিশেষে নতুন করে বাংলাদেশকে গড়ে তুলতে।দেশে আঞ্চলিক বৈষম্য রেখে কোন কাজ করা যাবে না, উন্নয়নের ধারাবাহিকতায় উন্নয়ন করতে হবে। দেশকে পূণর্গঠনের ইচ্ছা থাকলেও গত এক বছরে সেটা সম্ভবপর হয়নি।আমরা আস্থা রাখতে পারেনি। এ কারণেই আমার রাস্তায় নেমেছি।আমরা কোন লোভ করিনি। ৫৪ বছরের বাংলাদেশ দেখেছি, ১৬ বছরের ফ্যাসিস্ট দেখেছি।নতুন করে স্বৈরশাসনের আর যেন জন্ম না নেয় এদেশে। আপনাদের সুযোগ এসেছে বৈষম্যহীন দেশ গড়ার। রাজপথ থেকে গড়ে উঠা তরুণদের একটি দল এনসিপি। আমাদের দল করার ইচ্ছা ছিল না। আমরা চাই, সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত দেশ গড়ে তুলতে।দেশে তরুণদের নিয়ে বিকল্প তৈরি হয়েছে। আপনারা যারা আলেম সমাজ, মুরুব্বিরা আছেন, মা-বোনেরা আছেন আপনারা আমাদের সহযোগিতা করবেন।আপনাদের সামনে সুযোগ এসেছে নতুন শক্তির উত্থান ঘটাতে।নতুন করে যদি কোনও স্বৈরাচার, চাঁদাবাজ, ফ্যাসিস্ট তৈরি হয় তার বিরুদ্ধেও আমাদের আন্দোলন চলবে।
এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ভোটের আগে টাকার কাছে ব্যক্তিত্ব বিক্রি করে নিজের, দেশ ও জাতির ক্ষতি করবেন না।আমরা যেন কোন ব্যক্তির দাস না হয়ে যাই। স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা দেশের সব জেলায় যাব, জনগণের মতামত শুনে একটি গণতান্ত্রিক ইশতেহার তৈরি করবো।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলটির এনসিপি জেলা কমিটির প্রধান সমন্বয়ক লে.কর্নেল (অব.) এম শাব্বির আহমেদ, এনসিপি জেলা কমিটির যুগ্ন সমন্বয়ক মো: শরিফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি প্রমূখ।#