Type to search

নাসিরের বিরুদ্ধে পরীমণির অভিযোগের সত্যতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা

বিনোদন

নাসিরের বিরুদ্ধে পরীমণির অভিযোগের সত্যতা পেয়েছেন তদন্ত কর্মকর্তা

অপরাজেয়বাংলা ডেক্স: বোটক্লাবে চিত্রনায়িকা পরীমণিকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ধর্ষণ চেষ্টার প্রমাণ পেয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।

আদালতে দাখিল করা মামলার অভিযোগপত্রে ওইদিন রাতে আসামি নাসির উদ্দিন মাহমুদ ও পরীমণির মধ্যে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা তুলে ধরা হয়েছে। পরীমণিকে মানসিক নির্যাতনের বিষয়টিও তুলে ধরা হয়েছে। পুলিশের দেয়া অভিযোগের ওপর ১০ই অক্টোবর শুনানির দিন ধার্য করেছে আদালত।

গেল ৮ই জুন রাতে ঢাকা বোটক্লাবে ধর্ষণ চেষ্টা ও মারধরের অভিযোগ তোলে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দেন পরীমণি। করেন ফেসবুক লাইভও। বোটক্লাবের সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেন পরীমণি।

এরপরই বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। পরে এ ঘটনায় নাসির উদ্দিন মাহমুদসহ তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টার মামলা করেন পরীমনি। গ্রেপ্তার হন নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগী তুহিন।

তিনমাস পর সোমবার ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণির মামলার অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। অভিযোগপত্রে উল্লেখ করা হয়, আসামি নাসির পরীমণিকে বোটক্লাবে অশ্লীল ভাষায় গালাগালি করেন ও হাত দেন শরীরে, চেষ্টা করেন ধর্ষণের।

মামলায় সাক্ষী করা হয়েছে ১৪ জনকে। পরীমণিকে জোর করে মদ পান করানোর অভিযোগ রয়েছে ওই প্রতিবেদনে। তাদের মধ্যে বাকবিতণ্ডার প্রমাণ মিলেছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবলু বলেন,’এক নাম্বার আসামি নারির উদ্দিন মাহমুদ এবং তিন নাম্বার আসামি শহিদুল তারা তাকে অশ্লীল বাক্য বলেছে এবং অশ্লীলভাবে গাল মন্দ করেছে। তার শরীরে হাত দিয়েছে। এই অভিযোগে নারী ও শিশু আইনের দশ ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং ঘটনায় সহায়তা করেছে আসামি তুহিন সিদ্দিকী অমি।’

মামলায় ন্যায় বিচার নিশ্চিত করতে চায় রাষ্ট্রপক্ষ। আনোয়ারুল কবির বাবলু আরও বলেন,’যদি মনে করি যে এই চার্জশিটে ত্রুটি আছে তবে অবশ্যই সংশ্লিষ্ট জায়গায় জানাবো। পরীমণির পক্ষ থেকে যদি চার্জশিটে একমত না হয় তবে সেক্ষেত্রে তার পক্ষ থেকেও সুযোগ আছে আইনগতভাবে এগোনোর।’প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদ এই মামলায় জামিনে রয়েছেন।সূত্র,ডিবিসি নিউজ